Chorabali Logo
লাইফ স্টাইল

পুরুষ সাহাবীদের অর্থসহ নাম

সাহাবী বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর সহচর কিংবা সাথীদের বোঝানো হতো। যারা হযরত মুহাম্মদ সাঃ এর নবুওয়াতের পর ইসলামকে বিশ্বাস করে রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করেছিল এবং ইসলামের উপরে মৃত্যুবরণ করেছিল। সাহাবী শব্দটির বেশ কিছু বহুবচন রূপ রয়েছে তবে সাহাবী কিংবা সাহাবা এই দুটি রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচরদের বোঝাতে ব্যবহার করা হয়। অনেকেই স্বাভাবিক কিংবা সাহাবা শব্দটির সংজ্ঞা বিভিন্নভাবে দিয়েছেন। তবে ইসলামিক গ্রন্থ সমূহের সাহাবী কথাটির সুস্পষ্ট সংলাপ প্রদান করা হয়েছে যেখানে সাহাবী বলতে বোঝানো হয়েছে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সহকারে সাক্ষাৎ লাভ করেছে এবং ইসলামের উপর মৃত্যুবরণ করেছে। কোরআন হাদিসে আমরা বেশ কিছু সাহাবীর নাম জানতে পারি। অনেকেই রাসূল সাঃ এর এই পুরুষ সাহাবীদের অর্থসহ নাম গুলো তাদের সন্তানের নামকরণের ক্ষেত্রে ব্যবহার করার জন্য অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য আজকে পুরুষ সাহাবীদের অর্থসহ নাম গুলো তুলে ধরেছি আপনারা আমাদের ওয়েবসাইট থেকে হযরত মুহাম্মদ সাঃ এর পুরো সাহাবীদের নামের তালিকাটি অর্থসহ পেয়ে যাবেন।

ইসলাম প্রিয় প্রতিটি মানুষের কাছে ইসলামের বিভিন্ন ধরনের বিষয়বস্তু গুরুত্বপূর্ণ স্থান লাভ করে আছে। তারা ইসলামের প্রতিটি বিধি নিষেধের পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন বৃত্তান্ত কিংবা জীবন আদর্শ তাদের বাস্তব জীবনে অনুসরণ করে থাকেন। রাসুলের জীবনীতে রাসুলের জন্ম থেকে শুরু করে তার জীবনের সকল কিছু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ইসলাম প্রচার ও প্রসারে হযরত মুহাম্মদ সাঃ এর সাথে কারা কারা অবদান রেখেছে সেই সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। রাসূলের জীবদ্দশায় যারা রাসূলের সাথে নিজেকে বিলিয়ে দিয়েছেন এবং রাসূলের উপর ঈমান এনে ইসলামের সান্নিধ্য থেকে মৃত্যুবরণ করেছেন তারাই মূলত সাহাবা কিংবা সাহাবী।

কোরআন হাদিসে এরকম অসংখ্য সাহাবী সাহাবা রয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম এর সহচর ছিলেন। রাসুলের সাহাবীদের জীবনী এবং সাহাবীদের বাস্তব জীবনে সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য ইসলাম প্রিয় প্রতিটি মানুষ সুস্পষ্টভাবে জেনে থাকেন। অনেকেই আবার সাহাবীদের জীবন আদর্শ অনুসরণ করে নিজের বাস্তব জীবন পরিচালিত করেন। তাদের এই কার্যকলাপের মাধ্যমে মূলত ইসলামের বিধি নিষেধ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের জীবন আদর্শ ফুটে উঠে।

পুরুষ সাহাবীদের অর্থসহ নাম

বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় যারা নবী সাল্লাল্লাহু সালামের সহচর ছিলেন তারাই মূলত সাহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে অনেকেই পুরুষ ছিলেন আবার অনেকেই নারী ছিলেন। অনেকের রাসুল সাঃ এর ফুল সাহাবীদের অর্থসহ নাম গুলো অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য আজকে আমরা প্রতিবেদনে রাসুলের পুরুষ সাহাবীদের অর্থসহ নামের তালিকাটি তুলে ধরেছি। আপনারা আমাদের আজকের এই তালিকার মাধ্যমে রাসুল সাঃ এর পুরুষ সাহাবীদের নাম সহ নামের অর্থ জানতে পারবেন। এই নামগুলো আপনার ছেলে সন্তানের নামকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিচে পুরুষ অর্থসহ নামের তালিকাটি তুলে ধরা হলো:

প্রসিদ্ধ সাহাবীদের নামের তালিকা-

  • হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
  • হযরত ওমর বিন খাত্তাব (রাঃ)
  • হযরত ওসমান বিন আফফান (রাঃ)
  • হযরত আলী বিন আবি তালিব (রাঃ)
  • হযরত তালহা বিন ওবায়দুল্লাহ (রাঃ)
  • হযরত জুবায়ের বিন আউয়াম (রাঃ)
  • হযরত রহমান বিন আওফ (রাঃ)
  • হযরত সাইদ বিন জায়েদ (রাঃ)
  • হযরত আবি ওবায়দাতা (রাঃ)
  • হযরত বিনুল যাররাহ (রাঃ)
  • হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব (রাঃ)
  • হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন ওমর (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন মাসুদ (রাঃ)
  • হযরত আবু হুরাইরা (রাঃ)
  • হযরত উরওয়া বিন মাসুদ (রাঃ)
  • হযরত তোফায়েল বিন ওমর দাউসি (রাঃ)
  • হযরত জিয়াদ বিন হারিদ  (রাঃ)
  • হযরত তালহা বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত বিলাল বিন রিবাহ (রাঃ)
  • হযরত আম্মার বিন ইয়াসির (রাঃ)
  • হযরত খাব্বাব বিন আরাত (রাঃ)
  • হযরত আবু জ্বর গাফফারী (রাঃ)
  • হযরত ওসমান বিন মজুন (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন হুজাইফা (রাঃ)
  • হযরত জাফার বিন আবু তালিব (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন জাহাশ (রাঃ)
  • হযরত কাতাদা বিন নুমান (রাঃ)
  • হযরত মাআজ  বিন জাবাল (রাঃ)
  • হযরত মাআজ বিন আফরা (রাঃ)
  • হযরত সালমান ফারসি (রাঃ)
  • হযরত মাআজ  বিন আমোর (রাঃ)
  • হযরত সালমা বিন তাকওয়া (রাঃ)
  • হযরত আমার বিন মাআদিকারাব (রাঃ)
  • হযরত মিকদাদ  বিন আসওয়াদ (রাঃ)
  • হযরত আনাস বিন মালিক (রাঃ)
  • হযরত আনাস বিন মাআজ (রাঃ)
  • হযরত হারিজ বিন কায়েস (রাঃ)
  • হযরত হারিশ বিন নোমান (রাঃ)
  • হযরত হাতির বিন আবুদ বুলতা (রাঃ)
  • হযরত সাদ বিন উবাদা (রাঃ)
  • হযরত সাদ বিন মাআজ (রাঃ)
  • হযরত সুলাইম বিন কায়েস (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন রাও আহা (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন আমীর (রাঃ)
  • হযরত উবাদা বিন সামিত (রাঃ)

বদরী পুরুষ সাহাবীদের নামের তালিকা

  • হযরত আবু বকর (রাঃ)
  • হযরত উমর ফারুক (রাঃ)
  • হযরত উসমান (রাঃ)
  • হযরত আলী মোর্তাজা (রাঃ)
  • হযরত আমির হামজা (রাঃ)
  • হযরত যায়েদ বিন হারেছা (রাঃ)
  • হযরত আবু কাবশাহ সুলাইম (রাঃ)
  • হযরত আবু মারছাদ গানাভী (রাঃ)
  • হযরত মারছাদ বিন আবু মারছাদ (রাঃ)
  • হযরত উবাইদা বিন হারেছ (রাঃ)
  • হযরত তোফায়েল বিন হারেছ (রাঃ)
  • হযরত হুসাইন বিন হারেছ (রাঃ)
  • হযরত আউফ বিন উসাসা (রাঃ)
  • হযরত আবু হুযায়ফা (রাঃ)
  • হযরত ছালেম (রাঃ)
  • হযরত সুহইব বিন সিনান (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন জাহাশ (রাঃ)
  • হযরত উক্কাশা বিন মিহসান (রাঃ)
  • হযরত শুজা’ বিন ওহাব (রাঃ)
  • হযরত ওতবা বিন রবীআহ (রাঃ)
  • হযরত ঈয়াযীদ বিন রুকাইশ (রাঃ)
  • হযরত আবু সিনান (রাঃ)
  • হযরত সিনান বিন আবু সিনান (রাঃ)
  • হযরত মুহরিয বিন নাজলা (রাঃ)
  • হযরত রবীআ বিন আক্সাম (রাঃ)
  • হযরত হাতেব বিন আমর (রাঃ)
  • হযরত মালেক বিন আমর (রাঃ)
  •  হযরত মিদলাজ বিন আমর (রাঃ)
  • হযরত সুওয়ায়েদ ইবনে মাখশী (রাঃ)
  • হযরত উৎবা বিন গাযওয়ান (রাঃ)
  • হযরত জুবাআইর বিন আউওয়াম (রাঃ)
  • হযরত হাতেব বিন আবি বালতাআহ (রাঃ)
  • হযরত সাদ বিন খাওলা (রাঃ)
  • হযরত মুসআব  বিন উমায়ের (রাঃ)
  • হযরত মাসউদ বিন সা’দ (রাঃ)
  • হযরত আঃ রহমান বিন আউফ (রাঃ)
  • হযরত সা’দ বিন আবু উবায়দা (রাঃ)
  • হযরত উমায়ের বিন আবি ওয়াক্কাস (রাঃ)
  • হযরত মিক্কদাদ বিন আমর (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ)
  • হযরত মাসউদ বিন রাবীআ (রাঃ)
  • হযরত যুশ শিমালাইন (রাঃ)
  • হযরত খাব্বাব বিন আরাত (রাঃ)
  • হযরত বিলাল বিন রবাহ (রাঃ)
  • হযরত আমের বিন ফুহায়রা (রাঃ)
  • হযরত ছুহাইব বিন সিনান (রাঃ)
  • হযরত তালহা বিন উবাইদুল্লাহ (রাঃ)
  • হযরত আবু সালমা বিন আব্দুল আসাদ (রাঃ)
  • হযরত শাম্মাস  বিন উসমান (রাঃ)
  • হযরত আকরাম বিন আবুল আকরাম (রাঃ)
  • হযরত আম্মার বিন ইয়াছির (রাঃ)
  • হযরত মুআত্তিব বিন আউফ (রাঃ)
  • হযরত যায়েদ ইবনে খাত্তাব (রাঃ)
  • হযরত আমর বিন সুরাকা (রাঃ)
  • হযরত ওয়াকেদ বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত খাওলা বিন আবু খাওলা (রাঃ)
  • হযরত আমের বিন রবীআহ (রাঃ)
  • হযরত আমের বিন হারিছ (রাঃ)
  • হযরত আমের বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত খালেদ  বিন বুকাইর (রাঃ)
  • হযরত ইয়ায বিন গাণাম (রাঃ)
  • হযরত সাঈদ বিন যায়েদ (রাঃ)
  • হযরত উসমান বিন মাজউন (রাঃ)
  • হযরত সাইব বিন উসমান (রাঃ)
  • হযরত কুদামা বিন মাজউন (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন মাজউন (রাঃ)
  • হযরত মা’মার বিন হারেছ (রাঃ)
  • হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন মাখ্রাম (রাঃ)
  • হযরত খাব্বাব মাওলা উৎবা বিন গযওয়ান (রাঃ)
  • হযরত আবুস সাইব উসমান বিন মাজউন (রাঃ)
  • হযরত আমর  বিন আবু সারাহ (রাঃ)
  • হযরত সাকাফ বিন আমর (রাঃ)
  • হযরত মুজায্যার বিন যিয়াদ (রাঃ)
  • হযরত খাব্বাব ইবনুল মুনযির (রাঃ)
  • হযরত উমায়ের বিন আবী ওয়াক্কাছ (রাঃ)
  • হযরত মিকদাদ বিন আমর (রাঃ)
  • হযরত নোমান বিন আসার বিন হারেস (রাঃ)
  • হযরত মিহজা’ মাওলা উমর ফারুক (রাঃ)
  • হযরত ওহাব বিন আবী সারাহ (রাঃ)

আনসার বদরী সাহাবীদের নামের তালিকা

  • হযরত সা’দ বিন মুআজ (রাঃ)
  • হযরত আমুর বিন মুজআ (রাঃ)
  • হযরত হারেস বিন আউস (রাঃ)
  • হযরত হারেস বিন আনাস (রাঃ)
  • হযরত আব্বাদ বিন বিশর (রাঃ)
  • হযরত সালামা বিন সাবেত (রাঃ)
  • হযরত হারেস বিন খাযামা (রাঃ)
  • হযরত মুহাম্মদ বিন মাসলামা (রাঃ)
  • হযরত সালামা বিন আসলাম (রাঃ)
  • হযরত উবায়েদ বিন তাইয়িহান (রাঃ)
  • হযরত কাতাদা বিন নোমান (রাঃ)
  • হযরত উবায়েদ বিন আউস (রাঃ)
  • হযরত নসর বিন হারেস (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন তারেক (রাঃ)
  • হযরত আবু আবস বিন জব্র (রাঃ)
  • হযরত আবু বুরদাহ হানী বিন নিয়্যার (রাঃ)
  • হযরত আসেম বিন সাবেত (রাঃ)
  • হযরত মুআত্তিব বিন কুশাইর (রাঃ)
  • হযরত আমর বিন মা’বাদ (রাঃ)
  • হযরত সাহল বিন হুনাইফ (রাঃ)
  • হযরত মুবাশশির বিন আব্দুল মুনযির (রাঃ)
  • হযরত রিফাআ বিন আঃ মুনযির (রাঃ)
  • হযরত খুনাইস বিন হুযাফা (রাঃ)
  • হযরত আবু সাবরা কুরাইশী (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন সালামা (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন সুহাইল (রাঃ)
  • হযরত সা’দ বিন মুআয (রাঃ)
  • হযরত উমায়ের বিন আউফ (রাঃ)
  • হযরত আমের বিন সালামা (রাঃ)
  • হযরত ছফওয়ান বিন ওহাব (রাঃ)
  • হযরত ইয়ায বিন বুকাইর (রাঃ)
  • হযরত সা’দ বিন উবায়েদ (রাঃ)
  • হযরত উওয়াইম বিন সায়েদাহ (রাঃ)
  • হযরত রাফে বিন আনজাদা (রাঃ)
  • হযরত উবায়েদ বিন আবু উবয়েদ (রাঃ)
  • হযরত সা’লাবা বিন হাতেব (রাঃ)
  • হযরত আবু লুবাবাহ আব্দুল মুনযির (রাঃ)
  • হযরত হারেস বিন হাতেব (রাঃ)
  • হযরত আসেম বিন আদী (রাঃ)
  • হযরত আনাছ বিন কাতাদা (রাঃ)
  • হযরত মাআন বিন আদী  (রাঃ)
  • হযরত সাবেত বিন আকরাম (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন ছাহল (রাঃ)
  • হযরত যায়েদ বিন আসলাম (রাঃ)
  • হযরত রিবয়ী বিন রাফে (রাঃ)
  • হযরত সা’দ বিন যায়েদ (রাঃ)
  • হযরত সালমা বিন সালামা (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন যায়েদ (রাঃ)
  • হযরত আসেম বিন কায়েস (রাঃ)
  • হযরত আবুস সয়্যাস বিন নোমান (রাঃ)
  • হযরত আবু হাব্বাহ বিন আমর (রাঃ)
  • হযরত হারেস বিন নোমান (রাঃ)
  • হযরত খাওয়াত বিন যুবাইর (রাঃ)
  • হযরত মুনযির বিন মুহাম্মদ (রাঃ)
  • হযরত আবু আকীল আব্দুর রহমান (রাঃ)
  • হযরত আবু দুজানা (রাঃ)
  • হযরত সা’দ বিন খায়সামা (রাঃ)
  • হযরত মুনযির বিন কুদামা (রাঃ)
  • হযরত মালেক বিন কুদামা (রাঃ)
  •  হযরত হারেস বিন আরফাজা (রাঃ)
  • হযরত জাবের বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত মালেক বিন নুমায়লা (রাঃ)
  • হযরত খারেজা বিন যায়েদ (রাঃ)
  • হযরত সা’দ বিন রবী (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা (রাঃ)
  • হযরত বশির বিন সা’দ (রাঃ)
  • হযরত সিমাক বিন সা’দ (রাঃ)
  • হযরত সুবাঈ বিন কায়েস (রাঃ)
  • হযরত আব্বাদ বিন কায়েস (রাঃ)
  • হযরত ইয়াযিদ বিন হারেস (রাঃ)
  • হযরত খোবায়ের বিন য়াসাফ (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন কায়েস (রাঃ)
  • হযরত হারিস বিন যিয়াদ (রাঃ)
  • হযরত তামীম বিন য়াআর (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন উমায়ের (রাঃ)
  • হযরত যায়েদ বিন মুযাইন (রাঃ)
  •  হযরত আব্দুল্লাহ বিন উরফুতাহ (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন রবী (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত আউস বিন খাওলা (রাঃ)
  • হযরত যায়েদ বিন উবায়েদ (রাঃ)
  • হযরত উকবাহ বিন ওহাব (রাঃ)
  • হযরত রিফাআহ বিন আমর (রাঃ)
  • হযরত উসায়ের বিন আসর (রাঃ)
  • হযরত মা’বাদ বিন আব্বাদ (রাঃ)
  • হযরত আমের বিন বুকাইর (রাঃ)
  • হযরত নওফল বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত উবাদা বিন সামেত (রাঃ)
  • হযরত নোমান বিন মালেক (রাঃ)
  • হযরত সাবেত বিন হায্যাল (রাঃ)
  • হযরত মালেক বিন দুখশুম (রাঃ)
  • হযরত রবী’ বিন ইয়াছ (রাঃ)
  • হযরত ওয়ারাকা বিন ইয়াছ (রাঃ)
  • হযরত আমর বিন ইয়াছ (রাঃ)
  • হযরত আমর বিন কয়েস (রাঃ)
  • হযরত ফাকেহ বিন বিশ্র (রাঃ)
  • হযরত নওফল বিন সা’লাবা (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন সা’লাবা (রাঃ)
  • হযরত মুনযির বিন আমর (রাঃ)
  • হযরত আবু উসায়েদ মালেক (রাঃ)
  • হযরত মালেক বিন মাসউদ (রাঃ)
  • হযরত আবদে রাব্বিহি (রাঃ)
  • হযরত কা’ব বিন জাম্মায (রাঃ)
  • হযরত জমরাহ বিন আমর (রাঃ)
  • হযরত যিয়াদ বিন আমর (রাঃ)
  • হযরত হুবাব বিন মুনযির (রাঃ)
  • হযরত উমায়ের বিন হারাম (রাঃ)
  • হযরত উমায়ের বিন হুমাম (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন আমর (রাঃ)
  • হযরত মুআজ বিন আমর (রাঃ)
  • হযরত খাল্লাদ বিন আমর (রাঃ)
  • হযরত মুআজওয়াজ বিন আমর (রাঃ)
  • হযরত উকবার বিন আমের (রাঃ)
  • হযরত সাবেত বিন খালেদ (রাঃ)
  • হযরত বিশ্র বিন বারা (রাঃ)
  • হযরত তোফায়েল বিন মালেক (ড়াঃ)
  • হযরত তোফায়েল বিন নোমান (রাঃ)
  • হযরত সিনান বিন সাঈফী (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন জাদ (রাঃ)
  • হযরত উৎবা বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত জাব্বার বিন সাখর (রাঃ)
  • হযরত খারেজা বিন হিময়ার (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন হুমায়্যির (রাঃ)
  • হযরত ইয়াযিদ বিন মুনযির (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন নোমান (রাঃ)
  • হযরত জহহাক বিন হারেসা (রাঃ)
  • হযরত আসওয়াদ বিন যুরাহক (রাঃ)
  • হযরত মা’বাদ বিন কায়েস (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন কায়েস খালেদ (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন আব্দে মানাফ (রাঃ)
  • হযরত খালিদ বিন কায়েস (রাঃ)
  • হযরত সুলাইম বিন আমর (রাঃ)
  • হযরত কুতবা বিন আমের (রাঃ)
  • হযরত হযরত আন্তারা মাওলা বনী সুলাইম (রাঃ)
  • হযরত আবস বিন আমের (রাঃ)
  • হযরত সা’লাবা বিন আনামা (রাঃ)
  • হযরত আবুল য়াসার বিন আমর (রাঃ)
  • হযরত উবাদা বিন কয়েস (রাঃ)
  • হযরত আমর বিন তাল্ক (রাঃ)
  • হযরত মুআজ বিন জাবাল (রাঃ)
  • হযরত কয়েস বিন মুহসান (রাঃ)
  • হযরত হারেস বিন কয়েস (রাঃ)
  • হযরত সা’দ বিন উসমান (রাঃ)
  • হযরত উকবা বিন উসমান (রাঃ)
  • হযরত জাকওয়ান বিন আবদে কয়েস (রাঃ)
  • হযরত মুআজ বিন মায়েস (রাঃ)
  • হযরত আয়েস বিন মায়েজ (রাঃ)
  • হযরত মাসউদ বিন সা’দ (রাঃ)
  • হযরত রিফাআ বিন রাফে (রাঃ)
  • হযরত খাল্লাদ বিন রাফে (রাঃ)
  • হযরত উবায়েদ বিন যায়েদ (রাঃ)
  • হযরত যিয়াদ বিন লাবীদ (রাঃ)
  • হযরত ফারওয়াহ বিন আমর (রাঃ)
  • হযরত আতিয়্যা বিন নুওয়াইর (রাঃ)
  • হযরত খলিফা বিন আদী (রাঃ)
  • হযরত উমারা বিন হাযম (রাঃ)
  • হযরত সুরাকা বিন কা’ব (রাঃ)
  • হযরত হারেসা বিন নোমান (রাঃ)
  • হযরত সুলাইম বিন কয়েস (রাঃ)
  • হযরত সুহাইল বিন কয়েস (রাঃ)
  • হযরত আদী বিন আবুয যাগ্বা (রাঃ)
  • হযরত মাসউদ বিন আউস (রাঃ)
  • হযরত আবু খুজাইমাহ বিন আউস (রাঃ)
  • হযরত রাফে’ বিন হারেস (রাঃ)
  • হযরত মুআওয়াজ বিন হারেস (রাঃ)
  • হযরত নোমান বিন আমর (রাঃ)
  • হযরত আমের বিন মুখাল্লাদ (রাঃ)
  • হযরত উসাইমা আশযায়ী (রাঃ)
  • হযরত ওদীআহ বিন আমর (রাঃ)
  • হযরত আবুল হামরা মাওলা হারেস (রাঃ)
  • হযরত সা’লাবা বিন আমর (রাঃ)
  • হযরত সুহাইল বিন আতীক (রাঃ)
  • হযরত হারেস বিন আতীক (রাঃ)
  • হযরত হারেস বিন ছিম্মান (রাঃ)
  • হযরত উবাই বিন কা’ব (রাঃ)
  • হযরত আনাস বিন মুআজ (রাঃ)
  • হযরত আউস বিন সামেত (রাঃ)
  • হযরত আবু তালহা যায়েদ বিন ছাহল (রাঃ)
  • হযরত হারেসা বিন সুরাকা (রাঃ)
  • হযরত আমর বিন সা’লাবা (রাঃ)
  • হযরত সাবেত বিন খানছা (রাঃ)
  • হযরত আমের বিন উমাইয়াহ (রাঃ)
  • হযরত মুহ্রিম বিন আমের (রাঃ)
  • হযরত সাওয়াদ বিন গাযিয়্যাহ (রাঃ)
  • হযরত আবু যায়েদ কয়েস বিন্ন সাকান (রাঃ)
  • হযরত আবুল আওয়ার বিন হারেস (রাঃ)
  • হযরত হারাম বিন মিলহান (রাঃ)
  • হযরত কয়েস বিন আবী সা’সা (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন কা’ব (রাঃ)
  • হযরত উসাইমা আসাদী (রাঃ)
  • হযরত আবু দাউদ উমাইর (রাঃ)
  • হযরত সুরাকা বিন আমর (রাঃ)
  • হযরত কয়েস বিন মাখলাদ (রাঃ)
  • হযরত নোমান বিন আব্দে আমর (রাঃ)
  • হযরত জহহাক বিন আব্দে আমর (রাঃ)
  • হযরত সুলাইম বিন হারেস (রাঃ)

Mahedi Roni

আমি মেহেদি হাসান। পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। ২০১৫ সাল থেকে লেখালিখি নিয়ে আছি। এখন লেখালিখি পেশা ও সখ ২ টাই হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close