Chorabali Logo
শুভেচ্ছা

20 টি সেরা মন খারাপের অবহেলা নিয়ে স্ট্যাটাস 2024

মন খারাপের অবহেলা নিয়ে স্ট্যাটাস অনেকেই গুগলে সার্চ করে থাকে। আমরা আজকের আইটিকেলে মন খারাপের অবহেলা নিয়ে স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরবো। যা আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে স্ট্যাটাস হিসেবে শেয়ার করতে পারবেন। চলুন তাহলে মন খারাপের অবহেলা নিয়ে স্ট্যাটাসগুলো পড়ে নেওয়া যাক:

১)       আমার সব দুঃখগুলো হাসির আড়ালেই       

                                 লুকিয়ে থাকুক 🙂

          সবাই মনে করুক আমি পরিস্থিতি সামলে      

                       হাসতে শিখে গেছি 🥹

২) ভেবেছিলাম ডায়েরীতে আমার জীবনের গল্প লিখে রাখবো…….কিন্তু আমার জীবনের দুঃখ ডাইরির পাতার সংখ্যার থেকে অনেক বেশি।

৩) সারা জীবন আমি তোমার প্রয়োজন হয়েই থাকলাম, তোমার প্রিয়জন হওয়ার সৌভাগ্য আমার হয়তো মৃত্যুর আগে কখনোই হবে না….

৪) আমার সাথে তোমার প্রতিনিয়ত করে যাওয়া অভিনয়গুলো যদি ভুলতে না পারতাম তাহলে হয়তো মানসিকভাবে মরে যেতাম অনেক আগে।

৫) ভালো না লাগলে বলে দিও! তোমার বিরক্তির কারণ কখনোই হতে চাইনি….

অবহেলা নিয়ে উক্তি

আমাদের লেখা অবহেলা নিয়ে উক্তি গুলো আপনার ফেসবুকে স্ট্যাটাস অথবা ছবির ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারেন।

১) তোমার কাছ থেকে অবহেলিত হতে হতে কবে যে মুখ ফিরিয়ে নিয়েছি তা বুঝতেই পারিনি। তুমি এখন আমার জীবনের কেউ না।

২) আমাকে করা অবহেলাটুকু যদি তোমাকে ফেরত দিতে পারতাম তাহলে বুঝতে……. 

তোমার করা অবহেলাটুকু আমাকে কিভাবে তিলে তিলে শেষ করেছে…….

৩) তোমার কাছ থেকে পাওয়া অবহেলা আমাকে মানসিকভাবে শক্ত করেছে। এখন আমি বুঝতে শিখেছি আমি তোমার কাছে অবহেলিত হলেও অনেকের কাছে মূল্যবান…….

৪) কারো অবহেলা পাওয়ার পর তার নাম মন থেকে মুছে ফেলুন। কারণ সে কখনোই আপনার যোগ্য ছিল না।

৫) অবহেলার রাজত্বে ভালোবাসা মূল্যহীন।

মন খারাপের স্ট্যাটাস হুমায়ুন আহমেদ

চলুন জেনে নেই কিছু মন খারাপের স্ট্যাটাস হুমায়ুন আহমেদ

১) যত্ন করে কখনো দূরের মানুষ কাঁদাতে পারে না। খুব ভালবেসে তারপর অঝোরে কাঁদানোর জন্য কাছের মানুষই যথেষ্ট।

  • হুমায়ূন আহমেদ

২) আমার প্রতি ভালোবাসা এবং ঘৃণা দুটোই তোমার চোখে দেখেছিলাম। মাঝে ছিল সময়ের ব্যবধান।

  • হুমায়ূন আহমেদ

৩) পৃথিবীতে অনেক অত্যাচারের মধ্যে সবচেয়ে ভয়ানক অত্যাচার হল ভালোবাসা অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কিছু বলা যায় না এবং সবকিছু সহ্য করে নিতে হয়।

  • হুমায়ূন আহমেদ

৪) বাস্তবতার কাছে ভালোবাসা এতটাই নির্মম যে বুকের ভিতর তিল তিল করে গড়া ভালবাসা একদিন অসহায় হয়ে যায়।

  • হুমায়ূন আহমেদ

৫) ভালোবাসার মধ্যে যদি করুণা থাকে তাহলে সেটা হয় সবথেকে ভয়ানক। এটা মানুষকে মানসিকভাবে অসুস্থ করে দেয়।

  • হুমায়ূন আহমেদ

মন খারাপের ইসলামিক উক্তি

চলুন দেখে নেই কিছু মন খারাপের ইসলামিক উক্তি। যা আপনারা কপি করে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন।

১) সব সমস্যার মাঝেও মহান আল্লাহর নাম নিন। তিনি আপনাকে সকল দুর্গতি হতে রক্ষা করবেন।

২) মানুষের মাঝে বিভিন্ন ভেদাভেদ থাকে এবং সাম্প্রদায়িকতা সমস্যা থাকে। কিন্তু আল্লাহর চোখে সবাই এক।

৩) জীবনের সব সমস্যাগুলো আল্লাহর কাছে সমর্পণ করুন। তিনি আপনাকে মার্গ দেখাবেন এবং সঠিক রাস্তায় চালিত করবেন।

৪) মন খারাপ হলে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা ভিক্ষা যান। তিনি আপনাকে প্রাপ্ত মর্যাদা ফিরিয়ে দেবেন।

৫) মন খারাপ করলে আল্লাহর নামে নিজেকে সমর্পণ করে তার দেখানো রাস্তায় চলুন। এতে করে আপনার চলার রাস্তা সহজ হয়ে যাবে।

শেষ কথা

আজকের এই আর্টিকেলে আমরা মন খারাপের অবহেলা নিয়ে স্ট্যাটাস নিয়ে আলোচনা করেছি। যারা বিভিন্ন ধরনের মন খারাপের স্ট্যাটাস খুঁজছিলেন আজকের আর্টিকেলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আশা করি এখান থেকে খুঁজে নিয়ে আপনারা আপনাদের পছন্দমত স্ট্যাটাস ফেসবুকে আপলোড করতে পারবেন। অথবা প্রিয় মানুষকে আমাদের স্ট্যাটাস গুলো মেসেজ হিসেবে পাঠাতে পারবেন।

Mahedi

পেশায় একজন চাকরিজীবী আমি। লেখালিখির শখ অনেক আগে থেকেই। এই শখকে পুজি করে মানুষের মাঝে জ্ঞান বিতরণের সামান্য চেষ্টা আমার। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে লেখালিখি করতে বেশি পছন্দ করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close